
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মন্মথ মৌজার নিভৃত পল্লীতে সাবিনার বসবাস। দীর্ঘদিন যাবৎ সাবিনা কিডনিজনিত অসুস্থতায় ভুগছে সে। দরিদ্র দিনমজুর বাবা, গৃহিণী মা দারিদ্রতার কষাঘাতে সাবিনার চিকিৎসা করাতে পারেননি।
হাসপাতালে ভর্তি হলেও অর্থাভাবে সাবিনার বাবা সাবিনাকে বাড়িতে নিয়ে আসেন। সাবিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সাবিনা স্থানীয় বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সাবিনার অসুস্থতার কথা শুনে গাইবান্ধা টিভি (অনলাইন) সাবিনার অসুস্থতার সংবাদ প্রচার করেন এবং অসুস্থ সাবিনার লাইভ প্রচার করেন। গাইবান্ধা টিভি অনলাইন এর উদ্দেশ্য, স্থানীয় তথা দেশের বিত্তবান ও স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, এমনকি মাতৃতুল্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। যাতে সাবিনা চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসে। সাংবাদিকদের উপস্থিতিতে সাবিনা আত্মবিশ্বাস ফিরে পায়। তারই প্রেক্ষিতে সাবিনা মানসিকভাবে বাঁচার স্বপ্ন নিয়ে পুনরায় উদ্যমী হয়ে, তার শিক্ষাজীবনের সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। গাইবান্ধা টিভি (অনলাইন) এর প্রতিনিধি সরেজমিনে বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন উপস্থিত হলে, পরীক্ষাকেন্দ্রে সাবিনাকে দেখতে পান। প্রশ্ন করলে দৃঢ়চিত্তে সাবিনা বলে, ” আমি বাঁচতে চাই-আমি শিখতে চাই”।
এ বিষয়ে প্রশ্ন করলে বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমি-আমার সহকারি শিক্ষক সহ আমরা সকলেই সাবিনাকে চিকিৎসা সহ শিক্ষায় সার্বিক সহযোগিতা করব। পাশাপাশি প্রধান শিক্ষক বলেন, স্থানীয় তথা দেশের বিত্তবানরা সাবিনার চিকিৎসায় এগিয়ে আসবেন, এমনকি সরকার সাবিনার চিকিৎসায় এগিয়ে আসবেন মর্মে কামনা করছি।
গাইবান্ধা টিভি (অনলাইন) সাবিনার চিকিৎসায় সরকার, প্রশাসন, বিত্তশালী, রাজনৈতিক ব্যক্তিবর্গ মানবতার প্রয়োজনে এগিয়ে আসবেন মর্মে সকলের সু-দৃষ্টি কামনা করছে।