
গাইবান্ধা জেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিন ধানগড়া গ্রামের বাসিন্দা শ্রী সূর্য কান্ত বয়স (৮৪) ভুন্ডল নামে পরিচিত নিজ এলাকায়। প্রতিবন্ধী দুই ছেলে ক্ষিতিশ ও সুরজিতকে নিয়ে অন্যের জমিতে ছাপড়া ঘর তুলে বসবাস করছেন দীর্ঘদিন। অসহায় এই বৃদ্ধ গতকয়েক দিনের তীব্র শীতে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন তাৎক্ষনিক চলে যান ভুন্ডলের বাড়িতে। অসহায় সূর্য কান্তের হাতে পরিবারের সকলের জন্য তুলে দেন ৩টি কম্বল ও শীতবস্ত্র সহ ১ মাসের জন্য ৪৮ কেজি খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। সুযোগ্য জেলা প্রশাসকের উদ্যোগে আগামীকাল হতে শুরু হচ্ছে তার জন্য স্থায়ী আধা পাঁকা বাড়ির নির্মাণ কাজ। এছাড়াও এই অসহায় সম্বলহীন পরিবারটিকে ভবিষ্যতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রধান করেন জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন। জেলা প্রশাসক মহোদয় অসহায় ভুন্ডলের পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগীতা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।