
গাইবান্ধার সাকোয়া ব্রিজ এলাকায় মাদক উদ্ধারে গেলে ডিবি পুলিশের উপর হামলায় আত্মরক্ষায় তিন রাউন্ড গুলি করে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় ১৮ টি মামলার পলাতক আসামি ও পলাশবাড়ী উপজেলার সাতার পাড়া এলাকার চিহৃিত ইয়াবাকারবারী ও ডাকাত সদস্য আলাল উদ্দিন কে ইয়াবাসহ গ্রেফতার করে। এঘটনায় দুই ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন।।
ধারাবাহিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের ওসি মোস্তাফিজার রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার বিকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামে অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, মাদক সহ ১৮ মামলার আসামী নজলার রহমানের পুত্র আল আমিন ওরফে আলাল উদ্দীন (৩৮) কে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এসময় তার দেয়া তথ্যমতে, ডিবি পুলিশ গ্রেফতারকৃত আলালকে সঙ্গে নিয়ে ইয়াবা ব্যবসার মুলহোতাকে গ্রেফতারের উদ্দেশ্য রওনা দেয়। উক্ত টিম সাকোয়া ব্রীজের ঝিলবান্ধা নামক স্থানে পৌছিলে আগে থেকে উৎপেতে থাকা আলালের সহযোগীরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আলাল উদ্দীন পালাতে চেষ্টা করে এবং পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায় এতে আলাল উদ্দীনের পায়ে গুলিবিদ্ধ হয় ও রবিউল ইসলাম, নজরুল ইসলাম নামের দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। হামলাকারী আলালের সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ডিবি পুলিশ।
আহত ২ পুলিশ সদস্যসহ আলালকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আলালের বিরুদ্ধে ১টি চুরি,৪টি ডাকাতি, ১৩ টি মাদক মামলা সহ ১৮টি মামলা রয়েছে বলে জানা যায়।