
আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে নির্মল রঞ্জন গুহ ও আফজাল বাবু।
আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।
এর আগে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের কাছ থেকে নামের প্রস্তাব চাওয়া হয়। এতে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জনের নামের প্রস্তাব করা হয়।
তাদের মধ্যে সভাপতি পদে নির্মল রঞ্জণ গুহ, মতিউর রহমান মতি, গোলাম সরোয়ার খান মামুন, আফজালুর রহমান বাবু, মজিবুর রহমান স্বপন ও আবু ইবনে রজবের নাম প্রস্তাব করা হয়।
আর সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল আলিম বেপারি, শেখ সোহেল রানা টিপু, আশীষ কুমার মজুমদার, গাজী মেজবাউল আলম সাচ্চু, শেখ মো. নুরুজ্জামান, এ কে আজিম, আফজালুর রহমান বাবু ও খায়রুল হাসান জুয়েল এই ১২ জনের নাম প্রস্তাব করা হয়।
ঢাকা মহানগর উত্তরের দায়িত্বে যারা:
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ইসহাক মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত আনিসুর রহমান নাঈম।
ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বে যারা:
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তারেক সাইদ।