
জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আহসান হাবীব মোল্লা মারা গেছেন।
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন-আইএলও’র একটি সেমিনারে যোগ দিয়েছিলেন তিনি।
জানা যায়, আহসান হাবীব মোল্লা রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে সেমিনার চলাকালে অসুস্থ হয়ে পড়েন। পরে, বেলা আড়াইটার দিকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে আহসান হাবীব মোল্লার মৃত্যু হয়েছে। সূত্র- ডিবিসি নিউজ।