
গাইবান্ধা জেলার সাঘাটা উপেজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠির ব্রম্মপুত্র নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ভরতখালীর নীলকুঠির ব্রম্মপুত্র নদীর পাড়ে স্হানীয় লোকজন একটি যুবকের লাশ নদীতে ভাসতে দেখে সাঘাটা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত যুবকের লাশটি নীলকুঠীর স্থানীয় বাসিন্দা মো: খাজা মিয়ার ছেলে আশিক মিয়া (১৭)। মৃত্যূটি স্বাভাবিক না রহস্যজনক তার নিয়ে স্থানীয়দের মাঝে গুঞ্জন চলছে।
সাঘাটা অফির্সাস ইনর্চাজ বেলাল হোসেন সাংবাদিকদের জানান, যুকবের লাশ উদ্ধারের পর প্রথমিক অবস্থায় আমরা কোন আঘাতের চিহ্ন পাইনি তবে মৃত্যুর জন্য কেউ বাদী না থাকায় অপমুত্যৃর মামলা করে মায়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।