
গাইবান্ধা জেলার ডিবি পুলিশের এক অভিযানে সাঘাটায় আধা কেজি গাঁজা সহ এক গাঁজা সম্রাট বাবু কে গ্রেফতার করেছে। জুয়া, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা’র অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ২৩ নভেম্বর বেলা পৌনে তিন ঘটিকায় সাব ইন্সপেক্টর মোঃ শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিবির একটি টিম গাইবান্ধা জেলার সাঘাটা থানার গাঁজা সম্রাট মোঃ বাবু (৪৫) কে আধা কেজি আটক করে। আটক গাঁজা সম্রাট বাবু সাঘাটা উপজেলার রামনগর গ্রামের সামছউদ্দীনের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাঘাটা থানার মামলা নং-১৫ তারিখ ২৩/১১/১৯, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) টেবিল ১৯ (ক)/৪১ মামলা দায়ের করা হয়েছে।