
সব বিতর্ককে পেছনে ফেলে ক্রিকেট এগোচ্ছে তাঁর নিজস্ব গতিতে। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে টি-টোয়েন্টি দল গেছে ভারতে, রবিবার থেকে শুরু হবে সিরিজ। এই সময়ে দলের পাশে থাকতে ক্রিকেটারদের অভিভাবক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যাচ্ছেন দিল্লী।
গত কয়েকদিন ধরে দেশের ক্রিকেটপ্রেমীদের অব্যাহত প্রতিবাদ এবং ক্যাসিনোর ভিডিও প্রকাশের পর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নাকি পদত্যাগ করতে যাচ্ছেন। তবে এসব গুজব ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিসিবি।
বিসিবির সূত্রে জানা গেছে, এটা স্রেফ গুজবই। পাপনের পদত্যাগের কোনো সংবাদ নেই।
ভক্ত-সমর্থকরা বরাবরই অন্ধভাবে খেলোয়াড়দের পক্ষ নেয়। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। আসল ঘটনা না বুঝেই পাপন বিরোধীতা উঠেছে তুঙ্গে। এই আগুনে ঘি ঢেলে দিয়েছে পাপনের ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলার একটি ভিডিও। সব মিলিয়ে বিসিবি প্রধানের ব্যক্তিগত জীবন নিয়েও নানা কুরুচিপূর্ণ কথা-বার্তা বলা হচ্ছে। গতকাল রাত থেকেই শুরু হয় পদত্যাগের গুঞ্জন।