
গাইবান্ধায় সংবাদ সংগ্রহের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল কেটিভি বাংলার জেলা প্রতিনিধি মোঃ সুমন মন্ডল ও দৈনিক যুগের বার্তা ও পাওয়ার নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি মোঃ তাসলিমুল হাসান সিয়ামের উপর অতর্কিত হামলা ও প্রাণনাশের হুমকি দিয়েছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হালিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান। এসময় তাদের ক্যামেরা ভাংচুরসহ রুমে অবরুদ্ধ করে হত্যার হুমকি দেয়া হয়।
একটি অভিযোগের ভিত্তিতে গত ১৮ নভেম্বর কেটিভি বাংলার জেলা প্রতিনিধি মোঃ সুমন মন্ডল ও দৈনিক যুগের বার্তা ও পাওয়ার নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি মোঃ তাসলিমুল হাসান সিয়াম হালিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য ও তথ্য নিতে তার অফিসে গেলে তার কক্ষের মধ্যে শিক্ষার্থীদের সামনে ধূমপানরত অবস্থার দেখা যায়। এসময় তারা তার ছবি তুললে তিনি সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং ক্যামেরা বন্ধ করতে বলে। এরপর তার বিরুদ্ধে আনা অভিযোগ, অবৈধ নিয়োগের কারনে ২০০৪ সালে একটি তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে অবৈধ নিয়োগের অভিযোগে ১/১২/১৯৯৫ যোগদানের তারিখ থেকে ৩১/১০/২০০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত পর্যন্ত উত্তোলিত ৩,২৫,৩৩৩ টাকা সরকারি কোষাগারে ফেড়ৎসহ এমপিওভুক্ত তালিকা থেকে তার নাম কর্তনের জন্য তৎকালীন তদন্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। কিন্তু ঐ প্রধান শিক্ষক কি কারণে ঐ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন না এবং না দিয়ে কিভাবে সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তার কারণ জানতে চাইলে তিনি আরো ক্ষিপ্ত হয় ও তথ্য দিতে অস্বীকার করেন। এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নবম শ্রেণীর ক্লাসে ঢুকিয়ে দিয়ে ক্লাস নেয়ার চেষ্টা করছিলেন অন্যান্য শিক্ষকরা। এসময় তালাবদ্ধ শ্রেনীকক্ষের ভিডিও ধারণ করতে গেলে প্রধান শিক্ষক তার কক্ষ থেকে বেরিয়ে এসে ঐ সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালি দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করতে বলেন ও সাংবাদিকের হাতে থাকা ক্যামেরা ভাংচুর করেন। এরপর মোবাইল দিয়ে ভিডিও করতে গেলে হাতে থাকা মোবাইলটিও কেড়ে নেওয়াসহ তার রুমে নিয়ে অবরুদ্ধ করার চেষ্টা করে এবং হত্যার হুমকি দেন।
উক্ত ঘটনায় বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহুল ইসলাম জানান , আমি ঐ সাংবাদিকদের কাছ থেকে অভিযোগটি শুনেছি এবং এটিও কে প্রধান করে উক্ত অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছি আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছি এবং অভিযোগ প্রমানিত হলে ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সাংবাদিক সুমন মন্ডল হালিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্যামেরা ভাংচুরসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পলাশবাড়ি থানার হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করেন।