
ভারতের বিপক্ষে মুমিনুলের নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। এগারোতম বাংলাদেশ অধিনায়ক হিসেবে আজ বৃহস্পতিবার ইন্দোরে সিরিজের প্রথম ম্যাচে তার নতুন অধ্যায়ের সূচনা হয়।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ। তবে ব্যাটিং মোটেও ভালো হয়নি। ভারতের পেস বলে ধসে গেছে টাইগাররা।
বাংলাদেশ ৫৮.৩ ওভারে ১৫০ রানে অলআউট হলেন টিম টাইগার্সরা। ৬ বল মোকাবেলা করে কোন রান না করেই ক্রিজে আছেন টেল এন্ডার তাইজুল ইসলাম ও তাকে সঙ্গ দিচ্ছে পেসার আবু জায়েদ (২)।
দিনের শুরুতেই ১২ রানের মাথায় হারায় দুই ওপেনারকে। ৫.৬ ওভারে উমেশ যাদবের বলে ক্যাচ দিয়ে ফিরেন ইমরুল কায়েস (৬)। এরপরই ইশান্ত শর্মা বলে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম(৬)। পরে মোহাম্মদ শামির শিকার বনে যান মোহাম্মদ মিঠুন (১৩) এর পরে ফিরেন মুশফিক এবং মেহেদি মিরাজ। এর মধ্যে শামি তার ওভারের শেষ দুই বলে তুলে নেন মুশফিক ও মিরাজকে। চা পানের পরের ওভারে এসে প্রথম বলেই লিটন দাসকে তুলে নেন ইশান্ত শর্মা। দলীয় হ্যাটট্রিক হয়ে যায় ভারতের। বাংলাদেশ ব্যাটিং ইনিংসের ২৩তম ওভারে উমেশ যাদবের বলে প্রথম জীবন পান মুশফিক। পরে তার ব্যাটে স্বপ্ন দেখলেও হতাশ করে বোল্ড হয়ে ফিরেন সামির বলে।
বৃহস্পতিবার ইন্দোরে টস জিতে আগে ব্যাটিং করার জন্য ব্যাট তুলে নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এ নিয়ে নতুন অধ্যায় শুরু করেন তিনি। ক্যারিয়ারে প্রথম এবং ১১তম অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেন এ টপঅর্ডার। সেই সঙ্গে এ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিশচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।