
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তৎকালীন সময়ে বিট্রিশ সরকার জোর পূর্বক যেভাবে কৃষকদেরকে দিয়ে নীল চাষ করাতো। ঠিক একই ভাবে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি, শঠিবাড়ী-১ এলাকা পরিচালক পদে নির্বাচনে তাদের মনোনীত সাবেক ২ এলাকা পরিচালককে বৈধ ঘোষণা করে বাকী ০৫ জনকে কোন কারণ ছাড়াই প্রাথমিক ভাবে প্রার্থী নহে মর্মে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের বিল বোর্ডে তালিকা দেওয়া হয়েছে। অথচ নির্বাচন কমিশন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি শঠিবাড়ী-১ জ্ঞাতব্য বিজ্ঞপ্তি প্রকাশে উল্লেখ রয়েছে যে, ৪নং কলামে (ছ) যিনি কোন সরকারি বা আধা-সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের চাকুরিরত রয়েছেন তাহারা পরিচালক পদে প্রার্থী হিসেবে অযোগ্য বলে গন্য হবে। অথচ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রিটার্নিং অফিসার উপ-পরিচালক অর্থ প্রশিণ পরিদপ্তর আরমান আহসান ও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত পাওয়ার হাউজিং কো-অডিনেটর ওয়ারেছ আলী সরকার গত বুধবার তাদের মনোনীত প্রার্থী পীরগঞ্জের রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র শঠিবাড়ী ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক রাশেদুল ইসলাম ও পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এর আগে পল্লী বিদ্যুৎ সমিতি, শঠিবাড়ী-১ এর অর্থ কেলেংকারীর ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সাময়িক বরখাস্ত সাবেক পরিচালক পীরগঞ্জ প্রজাপাড়ার মোজাহার আলী মন্ডলের পুত্র রফিকুল ইসলাম মন্ডলকে বৈধ ঘোষণা করেছেন। অপরদিকে ওই ২ জন নিয়মিত ভাবে কলেজে বিল ভাতা উত্তোলন করে আসছেন। বৈধ প্রার্থী নয় মর্মে এরা হলেন সাংবাদিক আব্দুল করিম সরকার, মোস্তফা মিয়া, রবিউল আউয়াল, ফারুক মিয়া, ডা: দিলীপ কুমার। অথচ ০২ প্রভাষকের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির একজন গ্রাহক লুৎফর রহমান মন্ডল গত ১২ নভেম্বর/১৯ তারিখে অভিযোগ করেও কোন আমলে নেয়নি নির্বাচন কমিশন। অন্যদিকে গত বৃহস্পতিবার আবারও প্রার্থী আব্দুল করিম সরকার, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন বরাবরে নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত করার জন্য অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-১ সহকারী জেনারেল ম্যানেজার/প্রশাসন সুরুজ্জামান মিয়ার সাথে কথা হলে প্রার্থীদের বিষয়ে মন্তব্য প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছেন। অভিযোগকারী সাংবাদিক আব্দুল করিম সরকার বলেন পল্লী বিদ্যুৎ সমিতি বরাবরই তাদের মনোনীত প্রার্থীদেরকে পরিচালক পদে বহাল রেখে ব্রিটিশ সরকারের মতো নীল চাষ করে গ্রাহকদের নিকট থেকে জোর পূর্বক বিভিন্ন অজুহাত ছাড়াই বিভিন্ন বিল ভাউচার দেখিয়ে নীল করের রাম রাজত্ব কায়েম করে থাকেন। তিনি আরও বলেন নির্বাচন স্থগিত চেয়ে রিট করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছেন বলে জানান।