
কোপা আমেরিকা টুর্নামেন্ট চলাকালীন দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় নিষেধাজ্ঞা পেয়েছিলেন লিওনেল মেসি। তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এবার জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক।চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। ওই দুই ম্যাচের জন্য কোচ লিওনেল স্কোলানি যে স্কোয়াড ঘোষণা করলেন, সেখানে রয়েছে মেসির নাম।
শুধু লিওনেল মেসিই নয়, স্কোলানির স্কোয়াডে ফিরেছেন সার্জিও আগুয়েরো ও টটেনহ্যামের মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো। এই দুজনই ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে গত কয়েকটি ম্যাচ খেলতে পারেননি।লিওনেল স্কোলানির ২৬ জনের দলে ইংলিশ প্রিমিয়ার লিগেরই সুযোগ পেয়েছেন ৭ জন। তাদের মধ্যে একজন মার্কোস রোহো।কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে সর্বশেষ আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মেসি। ওই ম্যাচের পর ব্রাজিলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুর্নীতি হয়েছে বলে প্রকাশ্যে মন্তব্য করেন মেসি। যে কারণে লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) মেসিকে ৩ মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণা করে।কোপা আমেরিকার পর মেসিকে ছাড়া চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে কোনোটিতেই হরেনি। জিতেছে ২টিতে এবং বাকি ২টি ড্র।সৌদি আরবের রিয়াদে ১৫ নভেম্বর ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং চার দিন পর, ইসরায়েলের তেলআবিবে উরুগুয়ের মুখোমুখি হবে তারা।