
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দেশ টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের সব ব্যাংকের হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি তার বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটি।
মঙ্গলবার পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞায় অনুরোধ জানিয়েছে দুদক।
দুদকের অনুরোধে এরই মধ্যে রাজধানীর সাউথইষ্ট ব্যাংকের মৌচাক শাখায় এক কোটি ৩৩ লাখ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া তার আয়কর নথিসহ অন্যান্য নথিপত্রে সম্পদের পরিমাণ অঢেল সম্পদের অস্ত্বিত্ত পাওয়া গেছে বলে দুদক সূত্রে জানা যায়।
দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ’র সই করা চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানিলন্ডারিং-সহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের কাছে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।