জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এতে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এর গতকাল সোমবার সন্ধ্যা ৭ থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। শতাধিক আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। পাশাপাশি ভিসিপন্থী প্রায় ৫০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীও ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। অবরোধের সময় থেকে উপাচার্য নিজ বাসাতেই অবস্থান করছেন।
অপরদিকে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাঁকে বাসভবনে অবরুদ্ধ করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন।এদিকে অবরুদ্ধ উপাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বাসভবন সূত্রে জানা গেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ। সে জন্য কারো সঙ্গে কথা বলছেন না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এই প্রতিবেদককে বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমনটা আমরা চাই না। আমরা আন্দোলনকারীদের অনুরোধ করেছি সরে যাওয়ার জন্য। কিন্তু তাঁরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা এখানেই অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রায় এক শ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এখানে আছি। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।