গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কর্তৃক গতকাল রাত্রি অনুমান ৯.৩০ ঘটিকার সময় ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে একদল পুলিশ দিনাজপুর হইতে বরিশাল গামী যাত্রীবাহী বাস যাহার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রোঃ ব-১৪-৫৮২২গোল্ডেন লাইন পরিবহনে তল্লাশী চালিয়ে যাত্রী শাহজাহান (৬২), পিতাঃ মৃত আলাউদ্দিন, সাং আটিগাধারচর, থানাঃ দক্ষিণ কেরানীগঞ্জ, জেলাঃ ঢাকা এর বডি ফিটিং অবস্থায় ৯৮ (আটানব্বই) বোতল ফেন্সিডিল সহ আটক করে।
এই বিষয়ে মাদক দ্রব্য আইনে আইনগত ব্যবস্থা চলমান আছে বলে জানান ওসি আব্দুল কাদের জিলানী।