বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ এর উদ্বোধণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৬ নভেম্বর (বুধবার) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার গোবিন্দগঞ্জ এর আয়োজনে উপজেলা স্টেশন চত্বরে প্রধান অতিথি হিসেবে এ দিবসের উদ্বোধনী বক্তব্য রাখেন, মাননীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোবিন্দগঞ্জ ইউনিটের ইনচার্জ মতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, প্রেসক্লাব সভাপতি গোপাল মহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীমী লীগের যুবলীগের আহবায়ক ইউপি সদস্য আজমল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শাকিব খান লেবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় জাতীয় ও সিভিল ডিফেন্স এর পতাকা উত্তোলণের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ এর উদ্বোধণ ঘোষনা করেন প্রধান অতিথি।