গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ হল রুমে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিানে প্রধান অতিথি ছিলেন, গাইবান্ধা-৪ সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খালেদুর রহমান, থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, কামাদরহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল রতন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নতির জন্য সদা তৎপর। কৃষকেরা যাতে তাদের উৎপাদন সামগ্রী যথাসময়ে যথা স্থানে এবং উপযুক্ত মূল্যে পেয়ে উৎপাদন বৃদ্ধিতে সক্রিয় ভুমিকা রাখতে পারে সেদিকে কৃষি সম্প্রসারণ বিভাগের সকল কর্মকর্তার সতর্ক দৃষ্টি কামনা করেন। পরে উপজেলার তালিকাভূক্ত কৃষকদের গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম ও মূগ ফসলের সার ও বীজ বিতরণ করা হয়