
গাইবান্ধা জেলা পুলিশ পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের উদ্যোগে ২৯ নভেম্বর সন্ধ্যায় গাইবান্ধা পুলিশ অফিস ক্যাম্পাসের সু-সজ্জিত মাঠে জমকালো শুভ সূচনা হলো ”পুলিশ সুপার ব্যাড মিন্টন টুর্ণামেন্ট- ২০১৯।
টুর্ণামেন্টটি যৌথ ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এসময় গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) রাহাত গাওহারী, সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু বকর সিদ্দিক, ট্রফিক ইন্সপেক্টর টিআই (প্রশাসন) আব্দুর নুর আলম সিদ্দিক, ডিবির ওসি মোস্তাফিজার রহমান, সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার, গোবিন্দগঞ্জ থানার ওসি কেএম মেহেদী হাসান, সাদুল্লাপুর থানার ওসি মাসুদ, পলাশবাড়ী থানার ওসি মাসুদার রহমান মাসুদ, সদ্য বিদায়ী টিআই (প্রশাসন) আতাউর রহমান ছাড়াও জেলা পুলিশের সকল অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে মোট ৫৬টি টিম অংশ গ্রহণ করবেন। এই খেলা সূচনার মধ্য দিয়ে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম আরেকটি ইতিহাস সৃষ্টি করলেন। তিনি খেলার পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা উন্নত করতে জেলার সকল পুলিশ বাহিনীকে একযোগে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন।