
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি), গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আজ ৮ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
বিশেষ অতিথি শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, র্যালিতে উপস্থিত ছিলেন আইডিইবি জেলা শাখার সভাপতি চন্দ্র শেখর দাস, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জানে আলম সোহেল, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, সাধারন সম্পাদক মোঃ ইসতিয়াক উদ্দিন আদিল এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।