
রাজধানীর খিলক্ষেতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে খিলক্ষেত থানাধীন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহত মিন্টু মাদককারবারি ছিলো। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি শর্টগান, ১০টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, গোপন খবরে খিলক্ষেত থানাধীন এলাকায় অভিযানে যায় র্যাব সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে একদল চোরাকারবারি তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। দু’পক্ষের গোলাগুলিতে মাদককারবারিরা পিছু হাটে।
পরে ঘটনাস্থলে কুখ্যাত মাদককারবারি ও অস্ত্র ব্যবসায়ী মিন্টু গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন।