
মেয়াদ উত্তীর্ণ ভিসার কারণে কলকাতা এয়ারপোর্টেই আটকে গেলেন বাংলাদেশের ক্রিকেটার সইফ হাসান। এই কারণে তাঁকে ২১,৬০০ টাকা জরিমানা দিতে হয়। বুধবার বিকেলে অবশেষে নিজের দেশে ফিরেছেন সাইফ হাসান।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যাকআপ ওপেনার হিসেবে ভারত যান বাংলাদেশি ক্রিকেটার সাইফ হাসান। আঙুলের চোটের কারণে ইডেনের ঐতিহাসিক দিন-রাতের টেস্ট খেলতে পারেননি তিনি। দলের সঙ্গে থেকে গেলেও সাইফ খেয়াল করেননি যে তাঁর ছয় মাসের ভিসার মেয়াদ দু-দিন আগেই ফুরিয়ে গিয়েছে। বাংলাদেশে ফেরার জন্য দমদম এয়ারপোর্টে গিয়ে তবেই ভুলটা বুঝতে পারেন হাসান।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ হারের পর ইডেন টেস্ট যেদিন শেষ হয়, সেদিনই বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ফিরে যান। সাইফ হাসান বাকিদের সঙ্গে সোমবার দেশে ফেরার বিমান ধরবেন বলে ঠিক ছিল। কিন্তু তাঁর ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় আরও দু-দিন থেকে যেতে হল তাঁকে। সূত্র- এই সময়।