
প্রথমবারের মতো গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ২২ নভেম্বর মহারণে থাকবে দুই দেশের তারকা-মহাতারকারা। টেস্ট ম্যাচ ঘিরে ভারতীয়দের আয়োজনেরও শেষ নেই।
সেখানের ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। থাকার সম্ভাবনা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। থাকতে পারে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আলোচিত এই টেস্টে তারাকাদের ভিড়ে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের জনপ্রিয় গাইকা রুনা লায়লাকে। তিনি ম্যাচ শুরুর আগে গান গেয়ে ইডেন মাতাবেন। সংবাদমাধ্যমকে ২১ নভেম্বর কলকাতা যাওয়ার কথা জানিয়েছেন রুনা লায়লা।
বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম দিবা-রাত্রির টেস্ট শুরুর আগে প্রায় ১৫ মিনিটের মতো গান গাইবেন রুনা লায়লা।
বর্তমানে ভারত তিন ম্যাচের টি-টুয়েন্টি ম্যাচ খেলছে সফরকারীদের বিপক্ষে। আর সেখানে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সাড়ে ৭টায় রাজকোটে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে লড়বে বাংলাদেশ-ভারত।