
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জীবনসায়াহ্নে খোকার মতো একজন বীর মুক্তিযোদ্ধার মাতৃভূমিতে অবস্থানের আকুতি পুরো জাতিকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
আজ সোমবার সাদেক হোসেন খোকার মৃত্যুর পর শোক ও দুঃখ প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞপ্তিতে কাদের সিদ্দিকী বলেন, সশস্ত্র মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকার জন্য সাদেক হোসেন খোকা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের কাছে সবসময়ই স্মরণীয় ও বরণীয়। জীবনসায়াহ্নে তাঁর মতো একজন বীর মুক্তিযোদ্ধার মাতৃভূমিতে অবস্থানের আকুতি পুরো জাতিকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
সাদেক হোসেন খোকার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাদের সিদ্দিকী।
উল্লেখ্য, সাদেক হোসেন খোকা আজ বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।