
এবার ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়কের আন্দোলনকে সমর্থন করে এবং তাকে অসম্মান করার প্রতিবাদে মানববন্ধের ডাক দিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠন।
আগামীকাল সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ পরিচালক সমিতির (বিএফডিসি) সামনের সড়কের মানববন্ধন করবে চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো।
এর মধ্যে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক, শিল্পী সমিতি, নৃত্যশিল্পী সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ভাই ভাই সঞ্চয় গোষ্ঠী, সহকারী পরিচালক সমিতি ও মেকআপম্যান সমিতি, লেখক সমিতিসহ চলচ্চিত্রের বেশকিছু সংগঠন।
সম্প্রতি সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করা হলে ইলিয়াস কাঞ্চনকে অসম্মান করে নানা অপপ্রচার চালানো হয়। এমন সময় তাকে সমর্থন জানিয়েছে ভক্ত ও সাধারণ মানুষ। তার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন অনেকে।
এ প্রসঙ্গে পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা (অপূর্ব-রানা)বলেন, ‘কাঞ্চন ভাই একজন জীবন্ত কিংবদন্তি। তিনি পরিচালক সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য। গত ২৬ বছর ধরে তিনি নিরাপদ সড়কের দাবিতে দেশের আনাচেকানাচে ছুটে বেড়িয়েছেন। তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ শেখরে থেকেও রাজ পথে নেমে এসেছিলেন দেশের সাধারণ মানুষকে সচেতন করতে। তার তাগিতে সরকার বুঝতে পেরে সড়কের নতুন আইন প্রণয়নে উদ্যোগ নেয়। কিন্তু পরিবহনের সংশ্লিষ্ট অনেকে এটা মানতে চাইছেন না।’
‘সম্প্রতি কেউ কেউ কাঞ্চন ভাইয়ের সারাজীবনের গড়ে তোলা মানসম্মানকে নষ্ট করার জন্য পাঁয়তারা করছেন। কিন্তু আমরা তা হতে দেবো না। নতুন পরিবহন আইনের সমর্থন করছি এবং পাশাপাশি কাঞ্চন ভাইয়ের পাশে আছি। ভবিষ্যতেও তার নিরাপদ সড়ক চাইয়ের সঙ্গে আমরা থাকবো। কাঞ্চন ভাইকে অসম্মান করার প্রতিবাদে চলচ্চিত্রের ১৮ সংগঠন নিয়ে আমরা মানববন্ধনের ডাক দিয়েছি।’ প্রঙ্গত, ১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারাকে হারান কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর কারো পরিবার যাতে এমন শোকে ডুবে না যায়, সেজন্য সড়ক দুর্ঘটনা রোধে আন্দোলন গড়তে তিনি প্রতিষ্ঠা করেন ‘নিরাপদ সড়ক চাই’। ২৬ বছর ধরে সংগঠনটি নিয়ে কাজ করছেন তিনি।