
হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে দুজনের মাথায় আইএসের প্রতীক সম্বলিত কালো টুপির বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, আইজি প্রিজন ব্রি. জে. মোস্তফা কামাল পাশা।
আজ বুধবার বিকেলে একথা জানান তিনি।
আইজি প্রিজন বলেন, আসামিদের মাথায় আইএসের টুপি পরা আমরা মিডিয়াতে দেখেছি। এ বিষয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের রিপোর্ট দেবে তারা।
বাংলাদেশের সব কারাগারকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও বর্বরোচিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।একজনকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।