শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু অভিযোগ করাটা যথেষ্ট নয়, অভিযোগের সঙ্গে তথ্য প্রমাণ থাকতে হবে। কেউ যদি অভিযোগের পর তথ্য প্রমাণ না দিতে পারেন, শুধু শুধু অভিযোগ করে অচল অবস্থা সৃষ্টি করার কোনো একটা পাঁয়তারা করেন, সেটিকেও আমাদের কঠোরভাবে দেখতে হবে।
আজ বিকালে রাজধানীর বাড্ডার মাদানি এভিনিউয়ে অবস্থিত ইউনাইনেটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টি পারপাস অডিটোরিয়ামে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর গণিত অলিম্পিয়াডের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ নেই। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের সঙ্গে, শিক্ষক সমিতিগুলোর সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগে আছি। আমরা যেকোনো সমস্যা সমাধানে তাদের পাশে আছি, থাকব।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন গত ১০ বছরে মন্ত্রণালয় শিক্ষার জন্য কাজ করছে, আগে আমাদের লক্ষ্য ছিল শিক্ষিতের হার বাড়ানো এবং আমরা অনেকাংশে সফল। এখন আমাদের লক্ষ্য পর্যায়ক্রমে শিক্ষার মান উন্নয়ন করা আর এই জন্য বিদ্যালয়গুলোকে এমপিও ভুক্ত করা হচ্ছে পাশাপাশি শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।
ডা. দীপু মনি বলেন, কোথাও যদি কোনো সমস্যা চিহ্নিত হলে সে অনুযায়ী কেউ যদি প্রমাণসহ অভিযোগ করেন তাহলে আমরা দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হব না।