
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ শনিবার রাত দশটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘কালা আজিজ সাহেবের ছেলে সুফল শেখ আর শিল্পী সমিতির সদস্য। আমরা তার বাসায় যাচ্ছি। পরিবারের সাথে আলোচনা করবো। তারা চাইলে লাশ এফডিসিতে আনা হবে শ্রদ্ধা জানানোর জন্য।
কয়েক বছর আগে অভিনেতা কালা আজিজের স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা যান। এরপর তিনিও অসুস্থ হয়ে পড়েন। অনেকদিন থেকেই ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। দুই ছেলে সন্তানের জনক ছিলেন তিনি।
আজিজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। অভিনেতা আজিজ দর্শকদের কাছে ‘কালা আজিজ’ নামেই পরিচিত ছিলেন। প্রায় পাঁচশ’ সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে- আমার পৃথিবী তুমি, হৃদয় ভাঙ্গা ঢেউ, মায়ের হাতে বেহেস্তের চাবি, মেশিনম্যান, পিতার আসন, কোটি টাকার কাবিন ও আয়না সুন্দরী প্রমুখ।