
রপ্তানির অনুমতি দেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে পেঁয়াজবোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সনজিৎ মজুমদার ওই তথ্য জানান।
ব্যবসায়ীরা বলছেন, ৭০টি ট্রাকে এক হাজার ৬০০ মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে দেশে আসবে। বন্দর দিয়ে দেশে পেঁয়াজ প্রবেশের সঙ্গে সঙ্গে কেজিতে ২০ থেকে ২৫ টাকা দাম কমেছে বলেও জানান তারা।
হিলির খুচরা বিক্রেতা আহম্মেদ আলী জানান, দুর্গাপূজার ছুটিতে আবারও যদি আমদানিকারক ও পাইকার ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত না করে তা হলে খুচরা বাজারে দাম স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগেই দুর্গাপূজার বন্ধের সময় দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নির্ধারিত মূল্যে প্রচুর পরিমাণ এলসি করা হয়েছে। ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর সেই পেঁয়াজগুলো ভারত অভ্যন্তরে আটকে যায়।
তিনি আরও বলেন, ‘নানা জল্পনা-কল্পনা শেষে আজ শুক্রবার সেই পেঁয়াজগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। যা বন্দরে প্রবেশ করলে পেঁয়াজের বাজার যেমন স্বাভাবিক হবে তেমনি আমরাও ক্ষতির হাত থেকে বাঁচব। ’
এদিকে শুক্রবার আমদানি হয়ে আসা পেঁয়াজ বন্দরের মোকামগুলোতে মানভেদে ৮০-৯০ টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে দাম কমে তেমন প্রভাব পড়বে না বলে জানান তারা।