
সুশাসনের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গাইবান্ধা জেলা শাখা আয়োজনে গণমিছিল কর্মসূচি পালন করে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা শাখার উদ্যোগে ২ নং রেলগেট থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন করে। মিছিলে জাসদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, জিয়াউল হক জনিসহ অন্যান্যরা।
মিছিল শেষে জেলা কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্টিত হয় #