
বর্তমানে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত মুখ বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। তারই ধারাবাহিকতায় ড. ইমরান এইচ সরকার তার ভেরিফাই ফেসবুক পেজে সাকিবকে নিয়ে একটি স্ট্যাটাস দেন।
ইমরান এইচ সরকারের স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হল-
”সাকিব কতো বেয়াদব, ওর আর কি কি দোষ আছে সেসব পরে দেখা যাবে। জাতি হিসেবে আমাদের এখন দায়িত্ব ঐক্যবদ্ধভাবে সাকিবের পাশে দাঁড়ানো। গণমাধ্যম, বিসিবি, সরকার, জনগণ; সবার কর্তব্য সাকিবের কাঁধে হাত রেখে বলা ‘আমরা তোমার পাশে আছি সাকিব’।
কেননা সাকিব এখন শুধু একজন ব্যক্তি নন। সাকিবের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সম্মান। সাকিব মানেই বাংলাদেশ।”