
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই ধরণের সন্ত্রাস বন্ধ করতে হবে। এটা থেকে দেশকে মুক্ত করতে হবে। এটা কোন রকমের ছাড় নাই বাংলাদেশে। জীবন দিতে হলে দেবো। কিন্তু এটাকে মেনে নেওয়া যাবে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান এমপি, অধ্যাপক ড. আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরবার ফাহাদের হত্যার বিষয়ে ড. কামাল বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আমি ছেলে বলবো না, এরা হচ্ছে, জানোয়ার।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, একটা ছেলে তার মতপ্রকাশ করেছে। তাকে এভাবে পিটিয়ে পিটিয়ে মারা ষোল আনা সংবিধান, রাষ্ট্র ও দেশবিরোধী। এই ঘটনায় আমরাও উদ্বিগ্ন, আপনারাও উদ্বিগ্ন এবং দেশের নাগরিকরাও উদ্বিগ্ন। তাই নাগরিক হিসেবে আজকে আমাদের একটা অবস্থান নিতে হবে।
তিনি আরো বলেন, তদন্ত দাবি করা হচ্ছে, ভালো কথা। তবে তদন্ত মানে তদন্ত। নামকাস্তে একটা ঘটনা ঘটানো না। তদন্ত মানে তদন্ত। উচ্চ পর্যায়ের ব্যক্তি নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হোক।