
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকা যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী ও দু্ই শিশু নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানায় যায়নি।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দর রউফ মণ্ডল সত্যতা নিশ্চিত করছেন।
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রাহবার এন্টারপ্রাইজের ওই বাসটি গতকাল বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় পৌঁছার পরপরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ৩ বছর বয়সী এক ছেলে, এক কন্যা শিশু এবং ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ছয়জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ওসি আরও জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য মরদেহ গোবিন্দগঞ্জে হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনরা এলেই তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।