
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুজ্জামান, ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না বেগমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।