
পুলিশের অনুমতি ছাড়াই রাজধানীতে পূর্বঘোষিত জনসভা করছে বিএনপি। শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ জনসভা শুরু হয়েছে।
এর আগে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ, ভারতের সঙ্গে চুক্তি বাতিল এবং কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কর্মসূচি পালনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেজন্য নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। উপস্থিত আছে র্যাবের অনেক সদস্যও। মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান এবং জলকামানবাহী গাড়ি।
গত বৃহস্পতিবার ঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে শনিবার দুপুর ১টা থেকে জনসমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না থাকায় খণ্ড খণ্ডভাবে বিপুল নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন।