
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■:॥
নড়াইলে ইউপির চেয়ারম্যান কতৃক সরকারি গাছ কাটার অভিযোগ এ ব্যাপারে এখনো ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন। ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলে ও সেই চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা গ্রহন করা হয়নি। এ নিয়ে আলোচনার সমালোচনার ঝড় উঠেছে ঐ উপজেলায়। প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে তাহলে কি তিনি মতাবান চেয়ারম্যান বলে পাড় পেয়ে যাবেন। উল্লেখ্য গত পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোল্লা মোকাররম হোসেন (হিরু) কর্তৃক সরকারি রাস্তার খাসের সম্পত্তির গাছ কর্তন ও বিক্রির করে। সরেজমিন গিয়ে দেখা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গার মধুপুর গ্রামের চেয়ারম্যানের বাড়ির সন্নিকটে রাস্তার পাড়ের ৬টি মেহগনি গাছ কর্তন করা হচ্ছে। ঐ দিন উপজেলা প্রকৌশলী আবদুল্লা আল কবির সরেজমিনে এসে ঐ কাটা গাছ গুলো আটক ও করেন।তখন রাস্তার গাছ কাটার। নাম প্রকাশে অনইচ্ছুক এক ব্যাক্তি বলেন, আমরা আশা করেছিলাম এ ব্যাপারে ইউএনও স্যার ব্যাবস্থা গ্রহন করবেন। কিন্তু গাছ কাটার বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা জানলেও সেই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করেননি। বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার আশুহস্তপে কামনা করছেন স্থানীয় সচেতন মহল।