দৌলতপর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর হতে সোনাইকুন্ডি হয়ে উপজেলা যাওয়ার একমাত্র রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই। এই রাস্তাটিতে প্রায় ৭ টি গ্রামের মানুষ চলাচল করে এর মধ্যে বৈরাগীর চর, কারিতলা,মাজদিয়াড়,বালির দিয়াড়,টলটলিপাড়া সহ বেশ কয়েক টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা । চলাচলের একমাত্র পাকা রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। বৈরাগীর চর হতে টলটলি পাড়া পর্যন্ত প্রায় ৮ কি:মি: এ রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করে। রাস্তাটি বহুদিন আগে পাকাকরন করা হলেও বর্তমানে তা এখন চলাচলের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। এ ছারাও রাস্তাটির মাঝে মাঝে প্রায় স্থানেই দেখা দিয়েছে বড় বড় গর্ত, একটু বৃষ্টি হলেই সেখানে সৃষ্টি হয় কাঁদা। এতে বেশী দুর্ভোগের শিকার হচ্ছে স্কুল-কলেজগামী শিার্থীসহ বয়স্ক লোকজনেরা। রাস্তা খারাপ থাকায় খুব কষ্টে ভ্যান গাড়ী যাতায়াত করে। ঐ রাস্তায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন রকমের দুর্ঘটনা। এ বিষয়ে ভুক্তভোগী স্থানীয়রা বলেন, অমাদের এই রাস্তাটি প্রায় ৪ বছর যাবৎ এভাবে ভাংগা, আমরা কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করি, তা সত্বেও এ বিষয়ে কর্তৃপরে কোন দৃষ্টি নেই। তারা আরো বলেন এ রাস্তা দিয়ে রাতের বেলা অশুস্থ্য রোগি নিয়ে চলাচলে আমাদের খুব ঝামেলা হয়, প্রয়োজনে যানবাহনও পাওয়া যায় না। তাই যথাযথ কর্তৃপরে কাছে রাস্তাটি সংস্কারসহ নতুন সড়কের নির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।