
ঘুষ লেনদেন কালে ঠাকুরগাঁওয়ের পাসপোর্ট অফিসে ঘুষের ২১ হাজার টাকাসহ আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের অফিস সহায়ক আতিকুল ইসলাম আতিককে (৩৫) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ বলেন, সোমবার বেলা ২টার দিকে ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে অফিস সহায়ক আতিকুল ইসলাম আতিককে আটক করা হয়।
দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, শহিম উদ্দীন নামে একজন স্কুলশিক্ষক কিছুদিন আগে ওই কার্যালয়ে পাসপোর্ট করতে যান। সে সময় আতিকুল তার কাছে ঘুষ দাবি করেন।
“শহিম দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেন। সোমবার অভিযান চালিয়ে ২১ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় আতিকুলকে আটক করা হয়।”
আতিকুলকে ঠাকুরগাঁও থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা আশিকুর রহমান।