
জয়নাল আবেদীন হাজারী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুনিদির্ষ্টভাবে কিছুই বলতে পারছি না, দলের সভাপতি নির্দেশ দিলে সাধারণ সম্পাদকের স্বাক্ষর সম্বলিত চিঠি যাওয়ার কথা। কিন্তু আমি কোনো চিঠি দেইনি।
শনিবার দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে দেশের বাইরে থাকা অবস্থায় নিজের ফেসবুক লাইভে এসে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই পদ দেয়ায় তাকে ধন্যবাদ জানান জয়নাল হাজারী। তার এমন প্রচারণার পরপরই তার কিছু অনুসারীরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জয়নাল হাজারীকে অভিনন্দন জানাতেও দেখা যায়। তবে এই পদ প্রাপ্তির স্বপক্ষে কোনো ধরনের দলীয় আদেশ অথবা চিঠি তিনি দেখাতে পারেনি।