চট্টগ্রাম নগরির বিভিন্ন ব্যাচেলর বাসায় অভিযান চালিয়ে হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও দারুল উলুম আলিয়া মাদরাসা শিবিরের সেক্রেটারিসহ ১৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২১ অক্টোবর) মধ্যরাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে হাজী মুহাম্মদ মহসিন কলেজ শিবিরের সেক্রেটারি রাকিবুল হাসান, দারুল উলুম আলিয়া মাদরাসার শিবিরের সেক্রেটারি মিসবাহ উদ্দিন হাবিব এবং দেওয়ানবাজার ওয়ার্ডের সভাপতি আশরাফ উদ্দিন রয়েছেন।
বাকিরা বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।তিনি বলেন, ১৮ শিবিরের নেতা-কর্মীকে আদালতে তোলা হয়েছে। তারা বিভিন্ন সময় নাশকতায় অংশ নিতেন।