
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উপজেলা অফিস চত্বরে এ উপলক্ষে গণসমাবেশ ও আলোচনা সভাটি উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আলজাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব। আরও বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, সমাজ সেবা কর্মকর্তা মানিক চন্দ্র,খাদ্য নিয়ন্ত্রক মোফাখ্খারুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ও ব্র্যাক প্রতিনিধি প্রমুখ।
সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করার পাশপাশি এটিকে সামাজিকভাবে প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান #