
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন।
জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয় শ্লোগানে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে চৌমাথা মোরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
২২ অক্টোবর মঙ্গলবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাদুল্যাপুর উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি খোরশেদ আলম। এসময় বক্তব্য রাখেন,সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নবীনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সহ-সভাপতি মাহমুদুল হক মিলন,সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, সাবেক ভিপি আ.স.ম সাজ্জাদ পল্টন, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, নাগরিক কমিটির আবুল বাশার হান্নান পিন্টু, নিসচার সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন প্রমূখ।
সড়ক দুর্ঘটনার কারণ ও তা রোধ কল্পে বিস্তারিত আলোচনা করেন বক্তাগণ। এছাড়া নিসচাকর্মিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন #