
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ঢাকা রংপুর মহাসড়কে চন্ডিপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় গরুবাহী ট্রাকের একজন গরু ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ তিন বাসের যাত্রী।
২৪ অক্টোবর বৃহস্পতিবার ভোর চারটার দিকে সিরাজগঞ্জ গামী গরুবাহী ট্রাক ঢাকা মেট্রো ২০-৬২৫০ ও ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ENA পরিবহনের ঢাকা মেট্রো ব ১৩-১১১১ একটি বাসের সংঘর্ষ হয়।
এনা পরিবহন বাসটি হঠাৎ করেই ওভার্টাকিং করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ২ টি গরুর মৃত্যুসহ ৪ টি গরু আহত হয়। দুর্ঘটনা ঘটার পর স্থানীয়রা উদ্ধারের নামে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোর চারটায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ। এ ঘটনায় নিহত হান্নান মিয়া (৪০) সিরাজগঞ্জের সলোঙ্গা উপজেলার রানী নগর গ্রামের হাফেজ আহমেদ এর পুত্র বলে জানা গেছে।
আহতর হলেন, সলোঙ্গা উপজেলার মানিক ছরার মৃত্যু কাশেম আলীর পুত্র ছদরুল(৩৫) রাণীনগরের আসাদের পুত্র আব্দুল করিম( ৩৫)বাবলুর পূত্র মারুফ(৩২) বাসুদেবপুরের সাইফুলের পুত্র খলিল (৩৫)ট্রাক ড্রাইভার রহমত( ৩৫) হেলপার ইয়াকুব হোসেন (৩০) এদের মধ্যে ড্রাইভার ও হেলপারের স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ হলেও তাদের গ্রামের নাম জানা যায়নি।
এবিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে এস আই শাহ আলম জানান,ওভারটেকিংএর সময় এ দূর্ঘটনা ঘটছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হাইওয়ে ইনচার্জ(ওসি) আবদুল কাদের জেলানি, বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছি স্থানীয় ও গরু ব্যবসায়ী দের সাথে কথা বলেছি। গরুর ট্রাক তার লেন পরিবর্তনের কারণে এ দূর্ঘটনা ঘটছে আর লুটপাটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে #