গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে পৌরসভার পান্তাপাড়া হতে জাফুরুল ইসলাম কনা(৩৫) পিতা মৃত সুখরা শেখ সাং পান্তাপাড়া থানা গোবিন্দগঞ্জ এর বাড়ি হতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এবং তার দেয়া তথ্য মতে পৌরসভার চকগোবিন্দ ব্রিজপাড়ায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী জাকির হোসেন বাবু (৩০) পিতা মাজেদ সাং চকগোবিন্দ ব্রিজ পাড়ার বাড়ি হতে আরো ১০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় আসামি বাবু পালিয়ে যায়।
১৩ অক্টোবর রবিবার গোবিন্দগঞ্জ থানা তদন্ত অফিসার আফজাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আসামি বাবুর বিরুদ্ধে একাধিক মাদক ও চুরি মামলা আদালতে বিচারাধীন আছে #