
জেলা প্রশাসন, গাইবান্ধা ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সরকারি শিশু পরিবার বালিকার হাসি আকতারের জাঁকজমকপূর্ণ বিবাহ সম্পন্ন হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার বিকেলে এ শুভ বিবাহ সম্পূর্ণ হয়।
গাইবান্ধা শিশু পরিবারে ২০০৭ সাল থেকে বেড়ে ওঠা হাসি আকতার এইচ এস সি পাস করে বর্তমানে জেলা সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন। বর নাটোর জেলার মোঃ রায়হান হোসেন স্বপন কর্মরত আছেন পেপসি কোলা বেভারিজ কোম্পানিতে।
সকলের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে বিয়ের আনুষ্ঠানিকতা অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
এসময় উপস্থিতি ছিলেন গাইবান্ধা জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, পরিচালক রংপুর বিভাগীয় উপ-পরিচালক ইকবাল হোসেন, সমাজসেবা কার্যালয়, সিভিল সার্জন আবু হানিফসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।