
গাইবান্ধায় র্যাব-১৩ ক্যাম্প গাইবান্ধা এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে আজ ৯.৩০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সদর থানাধীন কাবিলের বাজার থেকে অভিযান পরিচালনা করে দুই প্রতারক চক্রের সদস্য মোঃ সোহরাব হোসেন (৪৬), পেশা: পল্লী চিকিৎসক ,পিতা: মোঃ ভোলা শেখ, গ্রাম: মৌজা মালিবাড়ি, থানা: সদর এবং মোঃ আঃ মান্নান গ্রাম: পচশিম কোমরনই , থানা : সদর জেলা: গাইবান্ধাদেরকে আমেরিকান এল.জি.কম্পানি এমব্যাসি নামে সুইজ ব্যাংকের মাধ্যমে প্রতি জন ৫০০০ টাকার জমার বিনিময়ে তিন মাসে ৫,০০০০০ টাকা দেওয়ার কথা বলে অনেকদিন থেকে প্রতারণা করে আসছিল। এই প্রতারণার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত প্রতারকদের নিকট থেকে ০১ (একটি) মোবাইল ফোন, সীমকার্ড ০২ (দুইটি), একটি মেমোরী ১৫ টি ভোটার আইডি কার্ড এবং চুক্তিপএ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।