
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন করেছে সর্বস্থরের সাধারণ ছাত্রছাত্রীরা।
শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টার দিকে গাইবান্ধা সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী রাফসান রাজন,ওসমান গণি, সায়েম,ওমর আল সানি, শৈলী,
সৌরভসহ অন্যরা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,যুব সম্পদ সংগঠনের সদস্যরা। এসময় শিক্ষার্থীরা মুখে কালো টেপ বেঁধে আবরার ফাহাদের খুনিদের দ্রুত বিচার করে ফাঁসির দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন।
আবরার ফাহাদ ভাইকে কেন নৃশংসভাবে খুন করা হলো। আমার ভাইয়ের খুনিদের বিচার চাই, ফাসি চাই। জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা #