
কোন বিতর্কিত লোককে দলে ঠাঁই দেয়া যাবে না। এ ব্যাপারে দলের নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শ্রমিকলীগের সম্মেলন বিষয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
কাদের বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে তাদের দিয়ে শ্রমিকলীগ গঠন করতে হবে। সুবিধাবাদী এবং অনুপ্রবেশকারীরা যাতে শ্রমিকলীগের কমিটিতে আসতে না পারে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।
তিনি আরো বলেন, নিজের পকেট ও দল ভারি করতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ীকে দলে টানবেন না। বিতর্কিত লোক যাতে দলে ঠাঁই না পায়। নতুন-পুরাতনের সমম্বয়ে শ্রমিকলীগের কমিটি করা হবে।
শ্রমিকলীগের কমিটি স্বচ্ছ ও সুশৃংখল হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সারাদেশের বিতর্কিত, অনুপ্রবেশকারী এবং সাম্প্রদায়িক ব্যক্তিদের তালিকা আমাদের কাছে রয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক রিপোর্ট রয়েছে, তারা যেন কাউন্সিলর হতে না পারে।