
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ইসমাইল চৌধুরী সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আজ সকালে সম্রাটকে দেখতে এসে এমন দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে সুস্থতা, তারপরে বিচার। আগামীকাল আমরা আদালতে যাব। এবং এই বিষয়ে আদালতে একটি আবেদন করবো। এসময় তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে সম্রাটকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে অনুমতি প্রার্থনা করেন।
আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন বলেন, ‘আমরা সম্রাটের সঙ্গে দেখা করার জন্য হাসপাতাল পরিচালকের কাছে গিয়েছিলাম। পরিচালক আমাদের জানিয়েছেন, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।‘
‘এরপর সিসিইউতে থাকা সম্রাটের সঙ্গে দেখা করতে হাসপাতালে থাকা কারা কর্তৃপক্ষের লোকজনের কাছে অনুমতি চাইলে তারা আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেননি। তাই এখন আমরা ফিরে যাচ্ছি।‘
সম্রাটের অসুস্থতার কথা জানিয়ে তার আইনজীবী জানান, গত ১০ সেপ্টেম্বর সম্রাটের পেস মেকার লাগানোর কথা ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে তিনি আর দেশের বাইরে যেতে পারেননি।
আইজীবী আফরোজা শাহনাজ পারভীন আরও জানান, কারাগারে থাকা সম্রাটের সঙ্গে গতকাল তারা দেখা করেছেন। কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তার সঙ্গে অল্প কিছুক্ষণের জন্য কথা বলার সুযোগ পেয়েছিলেন। এ সময় সম্রাট বুকে হাত দিয়ে বার বার তার ব্যথার কথা বলছিলেন।
এর আগে বুকে ব্যথা অনুভব করলে সকাল সাড়ে ৭টায় সম্রাটকে কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢামেক চিকিৎসকদের পরামর্শে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়।
গতকাল সোমবার রাতে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এই রিমান্ড শুনানি আগামীকাল বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে অনুষ্ঠিত হবে।