
আ.লীগ মাঠ থেকে পালিয়ে যাওয়ার দল নয়। জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছেন বঙ্গবন্ধু কন্যা বলেছেন, আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উদ্বোধন সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন।
নাসিম বলেন, সরকারের উন্নয়ন তাদের ঈর্ষায় পরিণত হয়েছে। যারা নির্বাচনে পরাজিত, মাঠ থেকে পালিয়ে যায় তাদের দলের মহাসচিবের মুখ থেকে এমন কথা মানায় না।
তিনি আরও বলেন, আ.লীগ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। জেল জুলুম সহ্য করে আন্দোলনের মাঠে থেকেছে। কিন্তু কখনও মাঠ থেকে পালিয়ে যায়নি। তিনি বলেন, দেশে এখন শান্তিময় পরিবেশ বিরাজ করছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমন করেছেন। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষাসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।