
সাভারের আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি। ওই দম্পতি আত্মহত্যা করতে পারে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর।
তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণে জানা যাবে না বলে জানান ওসি রিজাউল।